বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী)সকালে স্থানীয় ব্যক্তির মাধ্যমে ধামরাই থানা অবহিত হলে ঘটনাস্থল সুতিপাড়া ইউনিয়নের দাইরা গ্রামে শস্যক্ষেত থেকে লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
মৃত ব্যক্তি মহিচউদ্দিন(৪৭)পিতা আ: বারেক কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার চিরাতন গ্রামের বাসীন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ পরিদর্শক মোস্তফা।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন স্ক্যানার মাধ্যমে নাম-ঠিকানা সনাক্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের পাঠানো হয়েছে।