বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম

ইসরায়েলে ১৮০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, তেলআবিবে বন্দুকধারীর হামলায় নিহত ৬

আরমান হোসেন খানঃ
ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, তারা ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ইতোমধ্যে ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, এই হামলার আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করে ইরান। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে।

পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বাজতে দেখা গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলিদের দিগ্বিদিক ছুটতে দেখা গেছে।

ইসরায়েলের আর্মি রেডিও এ তথ্য জানিয়েছে। এ হামলাকে আইনগতভাবে বৈধ প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে ইরানের জাতিসংঘ মিশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ইরানের জাতিসংঘ মিশন জানায়, ইসরায়েল যদি এ হামলার পাল্টা প্রতিক্রিয়া চালায় তাহলে আরো কঠিন জবাব দেয়া হবে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বিমান উড্ডয়ন করেনি।

প্রায় একই সময়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভয়াবহ বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরো ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ বলছে, দুটি ঘটনা পৃথক। ইরানের সঙ্গে বন্দুকধারীর হামলার কোনো মিল নেই। তবে উভয়ই সন্ত্রাসী আক্রমণ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত