রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা জেলা অন্তর্গত ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে গতকাল(শনিবার)হাজারো মানুষের মিলনমেলায় পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব অষ্টমী স্নান।
অষ্টমী স্নান উপলক্ষে কুশুরা ইউনিয়ন ছাড়াও সানোড়া,সুতিপাড়া,গাংগুটিয়া,বালিয়া,বাইশাকান্দা,সোমভাগ,
যাদবপুর,সুয়াপুর,ও রোয়াইল ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মানুষ সমবেত হয়। অষ্টমীর স্নান উপলক্ষে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত পদাবলী কীর্তনের ব্যবস্হা ও ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্হা ছিলো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক জনাব-আরমান হোসেন খান। মন্দির কমিটি ও আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন গৌর চন্দ্র রাজবংশী(সভাপতি),জয়দেব সাহা(সহ-সভাপতি),রাম গোপাল সাহা(সাধারণ সম্পাদক),বাবুল রাজবংশী(সাংগঠনিক সম্পাদক)এবং উপদেষ্টাদের মাঝে উপস্থিত ছিলেন-বাসুদেব সাহা,ভাবন চন্দ্র সাহা,গোপাল রাজবংশী,আনন্দ রাজবংশী সহ আরও অনেকে।