রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
মোঃ কবির হোসেন
দোহার-নবাবগঞ্জ প্রতিনীধিঃ
দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন (ঢাকা-১ ও ২) পুনরুদ্ধারে গণ সচেতনতার অংশ হিসেবে, কমিটি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
১০ জানুয়ারি শুক্রবার সকালে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বটতলা থেকে লিফলেট বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়ঃ
সংগঠনের আহ্বায়ক আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটির সদস্য মোঃ রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন রানা, জয়পাড়া কলেজের সাবেক জিএস ফজলুল হক বেলায়েদী, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল আকন্দ, সাবেক ছাত্রনেতা মোঃ কবির হোসেন,ভিপি সুয়েম, মানব জমিনের সিনিয়র রিপোর্টার সাংবাদিক নেতা রাশিম মোল্লা, গণঅধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর জব্বার, সেচ্ছাসেবক দল নেতা মোঃ বোরহান, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাসুদুর রহমান আদনান, এআর শিপন,অ্যাডভোকেট সুমন মৃধা, অ্যাডভোকেট মনির হোসেন, মোঃ রাসেল, সুমন দাস সহ অন্যান্যরা।
বক্তারা বলেন স্বাধীনতার পর থেকে ২০০৮ সালের পুর্বের সব গুলি নির্বাচনেই দোহার ছিলো ঢাকা -১ আসন আর নবাবগন্জ ছিলো ঢাকা ২ সংসদীয় আসন। শুধুমাত্র আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করতেই সারাদেশের বিএনপি অধ্যুশিত এলাকার আসন গুলিকে কাটাছেঁড়া করে তারা নির্বাচনে জয়ী হওয়ার নীল নকশা করে। তারই ধারাবাহিকতায় দোহার নবাবগঞ্জ দুই উপজেলাকে একত্রিত করে ঢাকা -১ আসন করা হয়। এর ফলে এলাকার উন্নয়নের বাজেট বরাদ্দ কমে গিয়ে ঢাকার অতি নিকটের গুরুত্বপূর্ণ দুইটি উপজেলায় উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়। অবিলম্বে ঢাকা-১( দোহার), ঢাকা-২( নবাবগঞ্জ) পুর্বের ন্যায় সীমানা নির্ধারন করে পরিপত্র ঘোষনা না দিলে এই অঞ্চলের মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে।